লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ১২:৩৩ পিএম লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জাতীয় দলের জার্সিতে আজ প্রত্যাবর্তন হতে পারে তাসকিন আহমেদের

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।

এই সিরিজের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না টাইগাররা। ছুটি নিয়েছেন সাকিব, লিটন। ইনজুরির কারণে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীনের।

তাই বিশ্বকাপের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল একটি দল নিয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল অনুশীলনে উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ডান হাতে চোট পেলেও শঙ্কামুক্ত তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

এমএইচএস

আরও সংবাদ