লঙ্কানদের বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় মুশফিক 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০২:০৩ পিএম লঙ্কানদের বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় মুশফিক 
মুশফিকুর রহিম। ফটো : টুইটার

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় রয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে আর মাত্র ৭৫ রান করলেই তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রানের ক্লাবে নিজের নাম লেখাবেন মুশফিক। 

এখন পর্যন্ত মুশফিক ওয়ানডেতে ২১৩টি ম্যাচ খেলে ১৯৯ ইনিংসে ৩৫.৪৮ গড়ে ৭৮.৯৩ স্ট্রাইক রেটে করেছেন ৫৯২৫ রান। মি. ডিপেন্ডেবল নামে খ্যাত এই ক্রিকেটার চার মেরেছেন ৪৭৪টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৮১টি। এছাড়া, মুশফিকুর রহিম ওয়ানডেতে ৩৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭টি সেঞ্চুরি। 

বাংলাদেশের মধ্যে তামিম ইকবাল ও সাকিব আল হাসানেরই কেবলমাত্র ৬০০০ রানের ক্লাবে নাম রয়েছে। ৩৫.৯৭ গড়ে তামিমের এখন পর্যন্ত মোট ওয়ানডে রান ৬ হাজার ৮৭১ এবং ৩৭.৯০ গড়ে সাকিবের মোট রান ৬ হাজার ৩২৩।

আরআইএস 
 

আরও সংবাদ