তিন বছর পর দলে ফিরে শফিউলের চমক!

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০৩:৩০ পিএম তিন বছর পর দলে ফিরে শফিউলের চমক!
বাংলাদেশ দলকে দ্রুত উইকেট এনে দিয়েছেন শফিউল। ফাইল ছবি

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে এই মুহূর্তে বল করছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরেই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার পেসার শফিউল ইসলাম।

দলীয় ১০ রানের মাথায় লঙ্কান ওপেনার আবিষ্কা ফার্নান্দোকে প্রথম স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন শফিউল। ফিরে যাওয়ার আগে ফার্নান্দো করেছেন ১৩ বলে ৭ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ১ উইকেট দখল করেছেন শফিউল।

এই মুহূর্তে ১৭ রান নিয়ে অধিনায়ক দিমুথ করুণারত্নে আছেন ক্রিজে। তাকে সঙ্গ দিচ্ছেন কুশল পেরেরা, তিনি আছেন ১০ রানে অপরাজিত। শফিউলের সঙ্গে বোলিংয়ের উদ্বোধন করেছেন মেহেদী হাসান মিরাজ। 

এমএইচএস