অবসর নিয়ে ফেললেন আমির

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০৯:৫৩ পিএম অবসর নিয়ে ফেললেন আমির
মোহাম্মদ আমির। ফটো : গেটি

মাত্র ২৭ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। যদিও সব ফরম্যাটে নয়, টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা আমির নিশ্চিত করেছেন। 

৩৬ টেস্টের ক্যারিয়ারে আমির ৩০.৪৭ গড়ে ২.৮০ ইকোনমি রেটে ১১৯ উইকেট লাভ করেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৪ বার। ২০১৭ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রান দিয়ে নিয়েছিলেন ৬টি উইকেট, যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

টেস্ট থেকে নিজের অবসর প্রসঙ্গে আমির বলেন, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পর্যায়ে এবং ঐতিহ্যবাহী এই ফরম্যাটে (টেস্টে) প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সম্মানের ছিল। তবে আমি লঙ্গার ভার্সনের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারি।

তিনি বলেন, অবসরের সিদ্ধান্ত নেয়া মোটেও সহজ ছিল না। আমাকে অনেক ভাবতে হয়েছে। তবে সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাকিস্তান চমৎকার কিছু তরুণ ফাস্ট বোলার পেয়েছে। এখনই টেস্ট ক্রিকেটকে আমার বিদায় বলার সঠিক সময়, যাতে করে নির্বাচকরা ভালোমতো পরিকল্পনা সাজাতে পারেন।

নিজের সতীর্থ প্রতিপক্ষ খেলোয়াড়দের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং নিজের কোচের প্রতি নিজের বিদায় বার্তা জানানোর সময় মোহাম্মদ আমির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০০৯ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল আমিরের। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজেই ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই ২০১৬ সালে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন তিনি। 

আরআইএস 

আরও সংবাদ