ওয়ানডেতে সবচেয়ে বেশি ‍‍‘ডাক’ এর লজ্জ্বা তামিমের

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৯:২৭ এএম ওয়ানডেতে সবচেয়ে বেশি ‍‍‘ডাক’ এর লজ্জ্বা তামিমের
ওয়ানডেতে মোট ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর পর থেকেই যেন একের পর এক ম্যাচে ছন্দ হারাচ্ছেন তামিম ইকবাল। আশা ছিল, বিশ্বকাপ ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ফিরবেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান। মাশরাফীর ইনজুরিতে অধিনায়কত্বের দায়িত্বটা তার ওপর আসার পর দায়িত্বটাও যেন একটু বেড়ে গিয়েছিল তামিমের।

তবে তামিম পারলেন না। বিদায়ী লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার অসাধারণ এক ইয়র্কারে বোল্ড হয়ে ফিরলেন শূন্য রান করে। সেই সঙ্গে লাল-সবুজ জার্সিতে লজ্জ্বার এক রেকর্ডে ভাগ বসালেন তিনি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন সবচেয়ে বেশি ১৮টি ডাকের মালিক এখন তামিম। যদিও সুমনের চেয়ে ৯৫টি ইনিংস বেশি খেলেছেন তিনি।

তামিম গতকালই টাইগারদের হয়ে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০তম ইনিংস খেলতে নেমেছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচও ছিল এটি। গৌরবের এই ম্যাচটাতে তাই ভালো কিছু করার প্রেরণা ছিল তার সামনে।

তবে সবকিছু ছাপিয়ে লজ্জ্বার এক রেকর্ডই সঙ্গী হলো তামিমের। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হওয়া তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হলেন তামিম।

এমএইচএস

আরও সংবাদ