চার বছর পর ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এর আগে ২০১১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেকারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, অন্তত একটি ম্যাচ হলেও ২০২৩ বিশ্বকাপের সহযোগী আয়োজক হতে।
বিশ্বকাপের পর বিসিবির প্রথম সভা আয়োজিত হতে যাচ্ছে আজ শনিবার (২৭ জুলাই)। এই সভাতেই ভারতের কাছে বিশ্বকাপের সহ-আয়োজক হতে আবেদন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, বিশ্বকাপের একটি ম্যাচ হলেও আয়োজন করতে চায় বাংলাদেশ।
এদিকে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু হিসেবে বিসিবির প্রথম পছন্দ পূর্বাচলে নির্মিতব্য ক্রিকেট স্টেডিয়ামটি। সেই লক্ষ্যকে সামনে রেখেই ওই স্টেডিয়ামের কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে বিসিবি।
ইংল্যান্ড বিশ্বকাপ চলাকালীন সময়েই আইসিস সভাপতি ডেভ রিচার্ডসন বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছিলেন, বিশেষ পরিপ্রেক্ষিতে ২০২৩ বিশ্বকাপের আসর পুরোটাই বাংলাদেশে সরিয়ে নেয়া হতে পারে। তিনি তখন বলেছিলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিসির কিছু আর্থিক জটিলতা রয়েছে। দ্রুত তার কোনো সুরাহা না হলে ভারতকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত করা হতে পারে।
এমএইচএস