দেশে ফিরেই ভক্তদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত সাকিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৬:০৪ পিএম দেশে ফিরেই ভক্তদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত সাকিব 
Fans Of SAH75 সংগঠনের সদস্যদের সঙ্গে সাকিব আল হাসান।

প্রশংসার পাশাপাশি সমালোচনায় যে ক্রিকেটারকে সবচেয়ে বেশি বিদ্ধ হতে হয়, তিনি সাকিব আল হাসান। যদিও তাকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে যাওয়ার মতো অসংখ্য ভক্ত, সমর্থক, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা মোটেও কম নয়। তারই প্রমাণ আরেকবার মিলেছে সাকিব দেশে ফেরার পর।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই দেশে ফেরার পর তাদের বেশিরভাগই এখন শ্রীলঙ্কা সফরে মাঠের লড়াইয়ে ব্যস্ত। যদিও আগে থেকেই বিসিবি থেকে ছুটি মঞ্জুর করিয়ে নেয়া সাকিব পরিবারকে সঙ্গে নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে মানসিক ক্লান্তি দূর করেন। 

ভ্রমণ শেষে দেশে ফেরার পর গোটা বিশ্বকাপে ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখানো সাকিবকে তার ভক্তরা সংবর্ধনায় দেবেন না তা কি করে হয়? সুপার-৭৫ কে বরণ করে নিতে তারা তো ছিল অতি উন্মুখ।

শনিবার (২৭ জুলাই) সকালে সাকিব দেশে ফেয়ার পরই দুপুরে বনানীতে মি. অলরাউন্ডারের বাসায় তাকে নিয়ে গঠন করা সংগঠন Fans Of SAH75 এর ২২ জনের একটি দল গিয়ে পরিকল্পনামাফিক হাজির হয়। উদ্দেশ্য একটাই, ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৯৬.০৩ স্ট্রাইক রেটে ২ সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬০৬ রান করা সাকিবকে তাক লাগিয়ে দিয়ে সংবর্ধনা প্রদান করা।

বিশ্বকাপে সাকিবের খেলা আট ম্যাচের প্রতিটি ইনিংসের বাঁধাই করা ছবি তার হাতে তুলে দেন ভক্তরা  

সাকিবের ভক্তরা তাকে সংগঠনের পক্ষ থেকে তুলে দেন একটি ক্রেস্ট, বিশ্বকাপে খেলা আট ম্যাচের প্রতিটি ইনিংসের বাঁধাই করা ছবি। একইসঙ্গে ছিল কয়েকটি প্ল্যাকার্ড। যেগুলোতে লেখা ছিল- হে ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার থ্যাংক ইউ, উই আর অলওয়েজ উইথ ইউ।  

এমন আবেগ সাকিবকে নিয়ে ভক্তদের কেনই বা থাকবে না? কোনো এক বিশ্বকাপে ব্যাট হাতে ছয় শতাধিক রান ও কমপক্ষে ১০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটারটির নাম বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বিশ্বকাপের কোনো ম্যাচে একই সঙ্গে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারে ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পর আরেক বাঁ হাতি অলরাউন্ডার হিসেবে এবার ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন টাইগার সাকিব। মোট ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। 

সাকিবের ভক্তরা তাকে সংগঠনের পক্ষ থেকে তুলে দেন একটি ক্রেস্ট 

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পাঠকদের দ্বারা নির্বাচিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

দল ভালো না করলেও বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে অনেক তারকা ক্রিকেটারের তুলনায় এগিয়ে ছিলেন বাংলাদেশের সাকিব। অন্তত মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এমন খবরই প্রকাশ করেছিল। গালফ নিউজের করা বিশ্লেষণে অংশ নিয়েছেন ৫ সদস্যের বিশ্লেষক প্যানেল। নির্বাচক প্যানেলের ৫ সদস্যের সবার ভোট পেয়ে সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন সাকিব। 

আরআইএস 
 

আরও সংবাদ