ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন সৌম্য 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৩:৩৫ পিএম ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন সৌম্য 

আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লীগের শেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশবাসীকে স্বপ্ন দেখিয়েই বিশ্বকাপ যাত্রা করেছিলেন সৌম্য সরকার। মাঝে ত্রিদেশীয় সিরিজের দেখা গিয়েছিল সেই প্রতিশ্রুতির কিছু আলোক ছটা। তবে বিশ্বকাপে উদ্বোধনী সঙ্গী তামিম ইকবালের সঙ্গে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রতি ম্যাচেই। 

বিশ্বকাপের একটি ম্যাচেও ফিফটি পাননি সৌম্য। যা অবদান রেখেছেন তা পার্ট টাইম বোলার হিসেবে কিছু ব্রেক থ্রু এনে দিয়ে। আশা করা হচ্ছিল, শ্রীলঙ্কা সফরে অন্তত ফর্মে ফিরবেন। তবে সে আশায় গুড়েবালি দিয়ে প্রথম ওয়ানডেতে আউট হলেন শূন্য রানে। 

আজ দ্বিতীয় ওয়ানডেতেও সৌম্য বেশি দূর যেতে পারলেন না। নুয়ান প্রদীপের একটা ফুলটস বল সামলাতেই হিমশিম খেলেন, আউট হয়ে গেলেন এলবিডব্লিউ হয়ে। প্যাভিলিয়নে ফেরার আগে ১৩ বল খেলে করেছেন ১১ রান। 

সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে টাইগাররা। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩১ রান। ১৯ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক তামিম, ০ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। 

এমএইচএস 

আরও সংবাদ