টানা ৬ ম্যাচে বোল্ড তামিম 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৩:৫৩ পিএম টানা ৬ ম্যাচে বোল্ড তামিম 
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তামিম ইকবালের। ফাইল ছবি

তামিম ভক্তদের জন্য দুঃসংবাদ। আজও বলার মতো কিছু করতে পারেননি তিনি। ইনিংসের নবম ওভারে ইসুরু উদানার বলে বোল্ড হয়ে ফিরেছেন, ৩১ বলে করে গেছেন ১৯ রান। 

আজকেরটি নিয়ে সর্বশেষ ৬ ম্যাচেই ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। পরিষ্কারভাবেই এই 'দেশসেরা' ওপেনারের টেকনিক নিয়ে উঠছে প্রশ্ন। 

তামিম ইকবালের সামর্থ্য নিয়ে এত বছর পরে এসে প্রশ্ন থাকার কথা নয়। তবে ফর্মে না থাকার পরেও তার ওপর দিয়ে চাপ না কমিয়ে কোন যুক্তিতে অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব তামিমের কাঁধে দিয়ে দেয়া হলো, তা বেশ অস্পষ্ট। 

যাই হোক, সবকিছু নিয়ে কাটাছেঁড়ার সুযোগ আছে ঢের। আপাতত সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ১২ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। 

এমএইচএস 

আরও সংবাদ