ব্রাজিল মাতিয়ে দেশে ফিরলেন মিঠু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৮:৩৭ পিএম ব্রাজিল মাতিয়ে দেশে ফিরলেন মিঠু

বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশ ছেয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায়। বাংলার আকাশে নিজ দেশ ব্রাজিলের পতাকার ছড়াছড়ি গতবছর বেশ মনে ধরেছিল ঢাকাস্থ ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত অলিভিয়েরা জুনিয়র। সেজন্যই বাংলার চার কিশোরকে উন্নত প্রশিক্ষণ ও খেলার সুযোগ দিতে ব্রাজিলে পাঠিয়েছিলেন তিনি। 

বাংলার তরুণরা ঠিকই মান রেখেছেন লাল-সবুজ পতাকার। ব্রাজিলের আঞ্চলিক অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন ওই চার কিশোর ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেভালের যুব দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাদের দল সোসিয়েদাদ এস্পোর্তিভা দো গামা। ওই চার ফুটবলার হলেন- ওমর ফারুক মিঠু, যোগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ ও নাজমুল আকন্দ।

বাংলাদেশের তরুণ ওমর ফারুক মিঠু ৩ ম্যাচে করেছেন ২ গোল। ফাইনালে জয়সূচক গোল করে হয়েছেন 'ম্যান অফ দ্য ফাইনাল'। 

টুর্নামেন্ট শেষ করে গতকাল দেশে ফিরেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর তরুণ মিঠু। ফেসবুকে সে লিখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পৌছালাম ভালোবাসার বাংলাদেশে। 

ঢাকায় বসে ফাইনাল ম্যাচ সরাসরি দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত অলিভিয়েরা জুনিয়র। দেখুন মিঠুর সেই গোলের ভিডিও - 

এমএইচএস