প্রাক-মৌসুম ম্যাচে নাপোলির কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল।
রোববার (২৮ জুলাই) মারেফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটে দূর পাল্লার শটে নাপোলিকে এগিয়ে দেন লোরেঞ্জো ইনসিগনে। ২৯ মিনিটে আরকাদিউস মিলিক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির পর ৫২ মিনিটের মাথায় বাঁ পায়ের নেয়া শটে আমিন উইনেস লক্ষ্যভেদ করলে অলরেডদের বিপক্ষে বড় জয় নিশ্চিত করে নাপোলি।
আরআইএস