হলুদ জার্সিতে জয় পেল চেলসি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৩:০২ পিএম হলুদ জার্সিতে জয় পেল চেলসি 
রিডিংয়ের বিপক্ষে এভাবেই গোলের পর উদযাপনে মেতেছিল চেলসির ফুটবলাররা। ফটো : টুইটার

রিডিংয়ের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

রোববার (২৮ জুলাই) মাদেস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে জশ ব্যারেটের গোলে শুরুরে এগিয়ে গিয়েছিল রিডিং। এর ৯ মিনিট পরেই অবশ্য রস বার্কলের গোলে সমতায় ফেরে ব্লুজরা। যদিও এদিন তারা হলুদ জার্সি পরে খেলতে নামে।  ৪২ মিনিটে কেনেডির গোলে লিড নিয়েই চেলসি বিরতিতে যায়। 

ম্যাচের ৪৯ মিনিটে মাইকেল মরিসন লক্ষ্যভেদ করলে রিডিংকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ৫৭ এবং ৬০ মিনিটে ম্যাসন মাউন্টের করা জোড়া গোলের কল্যাণে জয়ের পথে এগিয়ে যায় ব্লুজরা। ৭১ মিনিটের মাথায় স্যাম ব্যালডক গোল করে রিডিংয়ের হয়ে ব্যবধান কমিয়েছেন।

আরআইএস 
 

আরও সংবাদ