সাবেক ফরাসী ফুটবল তারকা প্যাট্রিস এভরা নিজের অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। ইতালিয়ান পত্রিকা গ্যাজেত্তা দেলো স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই সাবেক ফরাসী তারকা।
সেনেগালে জন্ম নেয়া এই লেফটব্যাক ফ্রান্স জাতীয় দলের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি ক্লাব ফুটবলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে খেলছিলেন।
চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার ফাইনাল খেলেছেন এভরা, ২০০৮ আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জয়ের স্বাদও তিনি পেয়েছেন। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রেড ডেভিলদের হয়ে খেলেছেন। এরপর জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে, মার্সেই ও ওয়েস্ট হ্যামে খেলেন এভরা।
এদিকে, অবসরের পর ২০১৩ সালে অসমাপ্ত উয়েফা বি লাইসেন্স সার্টিফিকেট অর্জনের চেষ্টা করছেন এভরা।
আরআইএস