আমিরদের আটকাতে পিসিবির নতুন নিয়ম

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০২:২৭ পিএম আমিরদের আটকাতে পিসিবির নতুন নিয়ম
আমিরের মতো অন্য কাউকে যাতে হারাতে না হয়, সেরকম উদ্যোগ নিতে যাচ্ছে পিসিবি। ছবি: ইন্টারনেট

সম্প্রতি মাত্র ২৭ বছর বয়সেই ফর্মের তুঙ্গে থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানের বিধ্বংসী ফাস্ট বোলার মোহাম্মদ আমির। শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটে মনঃসংযোগ করতেই আমিরের এই সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তান ছেড়ে ব্রিটেনে স্থায়ীভাবে থিতু হবার কথাও ভাবছেন তিনি। আমিরের দেখাদেখি অন্যান্য তরুণ তারকারাও এই পথে পা বাড়াতে পারেন বলে শঙ্কা জেগেছে পাকিস্তানিদের মনে। লংগার ভার্সনের ক্রিকেটের প্রতি তরুণদের এই অনীহা ঠেকাতেই নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান জাতীয় দলে খেলতে হলে এবার থেকে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো হবে। জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনের মাপকাঠি হবে ঘরোয়া ক্রিকেট।

আমিরের উদাহরণ টেনে ওই পিসিবি কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি টেস্টকে বিদায় জানানো আমির যদি জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে চায়, তবে তাকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ও টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে হবে। একইভাবে যারা টেস্ট দলের সদস্য হতে চায়, তাদের লংগার ভার্সনের ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই নতুন উদ্যোগে এখন লন্ডনে স্ত্রীর কাছে থিতু হতে চাইলেও তা হয়তো সম্ভব হচ্ছে না আমিরের জন্য। কারণ শুধু আন্তর্জাতিক ক্রিকেট খেলে দিয়ে গেলেই হবে না এখন, নিয়মিত খেলতে হবে ঘরোয়া ক্রিকেটেও।

প্রথম শ্রেণির ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটের সব ক্ষেত্রে আবকাঠামোগত পরিবর্তন আনার এই নির্দেশনা দিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এমএইচএস 

আরও সংবাদ