শুরুতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন। তবে একেবারে অন্তিম মুহূর্তে ইনজুরির কারণে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে তিনিও ছিটকে যান সিরিজ থেকে। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আগামী মাসেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি।
সাইফউদ্দীনের ইনজুরিটা বেশ পুরোনো। বিশ্বকাপের শুরু থেকেই পিঠের ব্যাথাটা বেশ ভোগাচ্ছিল তাকে। তবুও ইনজেকশন নিয়ে খেলে গেছেন পুরো টুর্নামেন্ট। দেবাশীষ চৌধুরীর মতে, এভাবে ইনজেকশন নিয়ে খেলে গেলে সেটা হবে তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।
টাইগারদের এই চিকিৎসক জানিয়েছেন, ‘সাইফউদ্দিনের ইনজুরিটা বেশ পুরাতন। ও অনেক দিন ধরেই ব্যাকপেইনে ভুগছিল। এ বছরের শুরুর দিকে ব্যথাটা বেড়ে গেলে তাকে ইনজেকশন দেওয়া হয়। কয়েকদিন ভালোই ছিলো। বিশ্বকাপের আগে ব্যথাটা আবার দেখা দেয়। এরপর ইংল্যান্ডে ডাক্তার দেখানো হলে আবারও ওই ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এভাবে ইনজেকশন নিতে থাকলে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। তাই আমরা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি।’
ইনজুরির কারণে বোলিং করতে অপারগ হলেও ব্যাটিং অনুশীলনটা ঠিকই চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দীন। দেবাশীষ চৌধুরী বলেন, ‘অপাতত সে ব্যাটিং চালিয়ে যাচ্ছে, বোলিং করাটা বন্ধ আছে। আগামী আগস্টের শেষের দিকে সে পুরো ফিট হয়ে বোলিং করতে পারবে।’
এমএইচএস