কাঁধের ইনজুরিটা অনেক দিন ধরেই ভোগাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরতার প্রতীক মাহমুদউল্লাহ রিয়াদকে। চিকিৎসা নেয়ার পরও বল করতে পারছেন না এই অলরাউন্ডার। কাঁধের মাংসপেশীর চোট নিয়ে তাই আলাদা করে ভাবতেই হচ্ছে মাহমুদউল্লাহকে।
কাঁধের ইনজুরির চিকিৎসা হিসেবে বিশেষ ইনজেকশন নিতে আপত্তি রয়েছে মাহমুদউল্লাহর। এর বিকল্প হিসেবে ফিজিওথেরাপি ও বিশেষ ব্যায়ামের মাধ্যমে নিজের চোট স্থিতিশীল রেখেছেন। তাতে ব্যাটিংটা করতে পারলেও তার বোলিংয়ের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে দল। ফিল্ডিংয়ে লম্বা থ্রোতেও দেখা দিচ্ছে জটিলতা।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, 'রিয়াদ ইনজুরি নিয়ে যে পরিকল্পনা করছে তাতে সে বোলিং করতে পারছে না। এভাবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ওকে তেমন সাপোর্ট দিতে পারছে না। তাই আমাদের পরবর্তী চিকিৎসার ব্যাপারে চিন্তা করতে হবে।'
শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফেরার পরই মাহমুদউল্লাহর এই চোটের স্থায়ী চিকিৎসায় হাত দেয়া হবে বলে জানান দেবাশীষ চৌধুরী। সেক্ষেত্রে অস্ত্রোপচারের সম্ভাবনাই প্রবল।
অন্যদিকে অধিনায়ক মাশরাফীকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। হ্যামস্ট্রিংয়ের পুরোনো চোটটাই আবার ভোগাচ্ছে কাপ্তানকে। এই চোটে যাতে তিনি তৃতীয়বার না পড়েন, সেকারণেই তাকে দীর্ঘ বিশ্রামে রাখা হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে আগামী মাসে অনুশীলনে ফিরতে পারেন মাশরাফী।
এমএইচএস