আইসিসির এলিট প্যানেলে নেই কোনো ভারতীয় আম্পায়ার!

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৭:৩৩ পিএম আইসিসির এলিট প্যানেলে নেই কোনো ভারতীয় আম্পায়ার!
আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন সুন্দরম রবি

২০১৯-২০ ক্রিকেট বর্ষের জন্য আম্পায়ারদের এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ারকে সংযুক্ত করেছে আইসিসি। তারা হলেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

আইসিসির নির্ধারিত এক বিশেষ নির্বাচক দল এই এলিট প্যানেল আম্পায়ারদের নিয়োগ দিয়েছে। সেই নির্বাচক দলে ছিলেন আইসিসির সাধারণ ব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস, ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার, এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ও ডেভিড বুন।

গফ ও উইলসনের অন্তর্ভুক্তির কারণে গতবারের প্যানেল থেকে বাদ পড়েছেন ইয়ান গোল্ড ও রবি সুন্দরম। উল্লেখ্য, রবি সুন্দরমই ছিলেন আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে থাকা একমাত্র ভারতীয়।

আম্পায়ার ক্যারিয়ারে মোট ২২টি টেস্ট, ১২২টি ওয়ানডে ও ৪০টি টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন মাইকেল গফ। গফ ও উইলসন ছাড়া আইসিসির এলিট প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- আলিম দাঁড়, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রেইফেল ও রড টাকার।

এমএইচএস    
 

 

আরও সংবাদ