এবার সর্বকালের সেরাদের তালিকায় মুশফিক!

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০১:০৪ পিএম এবার সর্বকালের সেরাদের তালিকায় মুশফিক!
সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানের তালিকায় উঠে এসেছেন মুশফিক। ফাইল ছবি

বিশ্বকাপে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট হেসেছে নিয়মিতই। ৮ ম্যাচ খেলে ৫২.৪ গড়ে রান করেছেন ৩৬৭। বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেছেন শ্রীলঙ্কা সিরিজেও। প্রথম দুই ম্যাচের দুই ইনিংসে রান করেছেন ১৬৫। শেষ ম্যাচে অপরাজিত ছিলেন সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে।

শ্রীলঙ্কা সিরিজেই মুশফিক ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক। এছাড়া এই সিরিজেই ওয়ানডে ক্রিকেটে ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই সঙ্গে অসাধারণ এক শর্টলিস্টে জায়গা করে নিয়েছেন মুশি।

ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিক রান করেছেন মোট ৫ হাজার ৫৬৮। বাকি রানগুলো করার ম্যাচে তিনি উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন না। এরই মধ্যে ক্রিকেট ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে রানের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে রানের তালিকায় মুশফিকের ওপরে আছেন কেবল কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যান্ডি ফ্লাওয়ার - এই চারজন গ্রেট। আর মাত্র ২৭৭ রান করলেই অ্যান্ডি ফ্লাওয়ারকে টপকে চার নম্বরে চলে আসবেন মুশফিক।

এমএইচএস

আরও সংবাদ