হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ টস হেরে শুরু করল বাংলাদেশ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০২:৩৭ পিএম হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ টস হেরে শুরু করল বাংলাদেশ 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকাল ৩টায় মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। 

শ্রীলঙ্কান দলে আজ এসেছে চারটি পরিবর্তন। নতুনদের সুযোগ করে দিতেই দলের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন করুণারত্নে। 

অন্যদিকে প্রস্তুতির সময় সামান্য চোট পাওয়ায় সতর্কতার অংশ হিসেবে আজ খেলছেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলে দলে ঢুকেছেন রুবেল হোসেন। আর মোসাদ্দেক হোসেনকে বসিয়ে আজ দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। 

এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। টাইগাররা আজ তাই নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। 

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ 
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, শিহান জয়সুরিয়া, আকিলা ধনাঞ্জয়ে, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা

এমএইচএস 

আরও সংবাদ