হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৫ রান

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৬:৩৯ পিএম হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৫ রান
ম্যাচ জিততে লঙ্কানদের গড়া বড় স্কোর পাড়ি দিতে হবে বাংলাদেশকে - ছবি : টুইটার

বাংলদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৫৪ রান করার পর অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেললে এ সংগ্রহ পায় স্বাগতিকরা। 

আজ বুধবার (৩১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। টাইগার পেসার শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালো হয় টাইগারদের। ইনিংসের পঞ্চম ওভারে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান আবিষ্কা। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বল থেকে তিনি করেন ৬ রান। 

শুরুতেই উইকেট হারানোর পর উইকেটে জেঁকে বসেছিলেন দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা। তবে লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ৪৬ রান করা করুনারত্নেকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করেছেন তাইজুল। 

এই উইকেট পড়ার ৫ বল পর ফের উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এবার ৪২ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে সাজঘরের পথ দেখিয়ে দেন পেসার রুবেল হোসেন। পেরেরার ক্যাচটিও ধরেন মুশফিক। 

টানা দুই উইকেট হারিয়ে বেশ সাবধানী হয়ে ওঠে শ্রীলঙ্কা। বেশ দেখেশুনে ইনিংস মেরামতের কাজে লেগে পড়েন ম্যাথিউজ ও কুশল মেন্ডিস। তারা দুজনে গড়েন ১০১ রানের সময়োপযোগী এক জুটি। মেন্ডিসকে আউট করে এই জুটি ভাঙেন সম্প্রতি বল হাতে ছন্দে থাকা টাইগার ওপেনার সৌম্য সরকার। 

উইকেটে সেট হয়ে যাওয়ার পর টাইগার বোলারদের পাত্তা না দিয়ে মাঠের চারপাশে দারুণ সব শট খেলতে শুরু করেন ম্যাথিউজ। তার সঙ্গে যোগ দিয়ে দাসুন শানাকা ও শেহান জয়সুরিয়াও রানের চাকা সচল রাখেন। শানাকার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩০ রান। অন্যদিকে, ৭ বলে ১৩ রান আসে জয়সুরিয়ার ব্যাট থেকে। দুজনকেই সাজঘরে ফেরান শফিউল। 

এদিকে সেঞ্চুরির আশা জাগালেও সে লক্ষ্যে পৌঁছাতে পারেননি ম্যাথিউজ। ইনিংসের শেষের ওভারের প্রথম বলে সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপরের বলে অকিলা ধনাঞ্জয়ে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন সৌম্য। তবে হাসারাঙ্গার কল্যাণে তা আর হয়নি।  

হাসারাঙ্গা শেষ ২ বলেই চারের মার মারলে ২৯৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সৌম্য ও শফিউল। 

এসএইচএস 

আরও সংবাদ