ফিফার সেরা ১০‍‍’এ নেই নেইমার 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৮:৪৩ পিএম ফিফার সেরা ১০‍‍’এ নেই নেইমার 
ফিফার সেরা ১০‍‍`এ জায়গা পাওয়া ফুটবলাররা - ছবি : ইন্টারনেট

ফিফার দ্য বেস্ট মেনস ফুটবলার-২০১৯ এর সেরা ১০ জনের তালিকা প্রকাশ হলো আজ (৩১ জুলাই)। যেখানে বর্তমান চ্যাম্পিয়নস লীগ জয়ী লিভারপুল থেকে জায়গা পেয়েছে ৩ জন ফুটবলার। আছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোও। তবে এ তালিকায় ঠাঁই হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। 

লিভারপুল থেকে ফিফা বেস্ট ফুটবলার-২০১৯ এর সেরা ১০'এ রয়েছেন ভারজিল ফন ডাইক, সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। গত মৌসুমে চমক দেখানো আয়াক্স থেকে সেরা ১০ এর তালিকায় রয়েছেন মাত্থিজিস ডি লিট ও ফ্র্যাঙ্কি ডি জং। 

ইংলিশ প্রিমিয়ার লীগে দারুণ পারফর্ম করায় সাবেক চেলসি ও বর্তমান রিয়াল তারকা এডিন হ্যাজার্ডও রয়েছেন ফিফা সেরা ফুটবলার হওয়ার দৌড়ে। অন্যদিকে, গত মৌসুমে শুধুমাত্র নিজ নিজ লীগ শিরোপা জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও আছেন এই তালিকায়। সেরা ১০ জনের তালিকায় শেষ ফুটবলার হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 

এসএইচএস 

আরও সংবাদ