শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই বাংলাদেশ  

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৯:৫৭ পিএম শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই বাংলাদেশ  
তৃতীয় ওয়ানডেতে লঙ্কান বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা - ছবি : ক্রিকইনফো

শেষ ম্যাচেও পারল না বাংলাদেশ, হেরে গেল শ্রীলঙ্কার কাছে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হতে হলো তামিম ইকবালের দলকে। কলম্বোর আর.প্রেমাদাসা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে লঙ্কানদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

আজ (৩১ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার ম্যাচে শুরুতেই দলকে বিপদে ফেলে দেন বিশ্বকাপ থেকে অফ-ফর্মে থাকা দলীয় অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ২ রান করেই কাসুন রজিতার বলে আউট হন তিনি। 

দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করলেও ম্যাচের ৮ম ওভারে রজিতার দ্বিতীয় শিকারে পরিণত হন। তার ব্যাট থেকে আসে ১৪ রান। 

এরপরেই যেন মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। একে একে নিজেদের উইকেট লঙ্কান বোলারদের কাছে বিলিয়ে দিয়ে আসতে থাকেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

এই ৩ জনের মধ্যে একমাত্র মুশফিকই ছুঁতে পারেন দুই অঙ্কের স্কোর (১০)। মিথুন ও মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন যথাক্রমে ৪ ও ৯ রান করে। এই ৩ ব্যাটসম্যানের উইকেটই তুলে নেন দাসুন শানাকা।

দলের বাকিরাও সিনিয়রদের মতো যোগ দেন আসা যাওয়ার মিছিলে। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে যথাক্রমে ৭ ও ৮ রান। এর মধ্যে ব্যতিক্রম ছিলেন সৌম্য সরকার। তিনে নেমে ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ধনাঞ্জয়ের বলে বোল্ড হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৯ রান আসে তার ব্যাট থেকে। 

শেষদিকে, তাইজুলের ২৮ বলে ৩৯ রানের ইনিংস বাংলাদেশের জন্য শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শানাকা। ২টি করে উইকেট পান রজিতা ও কুমারা।   

এসএইচএস 

 

আরও সংবাদ