ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে চাপে রয়েছে অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই টপ-অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৪ ওভার শেষে অজিদের দলীয় সংগ্রহ ৭৩ রান। উইকেটে আছেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড।
আজ (০১ আগস্ট) এজবাস্টনে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটসম্যানরা। মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় তারা। স্টুয়ার্ট ব্রডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২ রানেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের সফরকারীদের শিবিরে আঘাত হানেন ব্রড। এবার তার শিকার ক্যামেরুন ব্যানক্রফট। এই ওপেনারকে ব্যক্তিগত ৮ রানে জো রুটের ক্যাচ বানান ব্রড।
তিনে নামা উসমান খাজা অভিজ্ঞ স্টিভ স্মিথকে নিয়ে দেখে-শুনে খেলা শুরু করলেও তাকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি ক্রিস ওকস। ১৩ রান করা খাজা ওকসের বলে উইকেটের পেছনে থাকা জনি বেয়ারস্টোর গ্ল্যাভসবন্দী হন।
এসএইচএস