ইউরোপিয়ান ট্র্যান্সফার মার্কেটের সমস্ত রেকর্ড গুড়িয়ে দিয়ে লেস্টার সিটির ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরকে দলে ভেড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যাগুইরকে কিনে নিয়েছে ইপিএল জায়ান্টরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২০ কোটি টাকা।
ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরুর আগেই জানা গিয়েছিল লেস্টার ছাড়বেন ম্যাগুইর। কিন্তু তাই বলে এমন আকাশচুম্বী দামে ম্যানইউতে তার যোগ দেয়া হট্টগোল বাঁধিয়ে দিয়েছে ফুটবল পাড়ায়। লিভারপুল ডিফেন্ডার ভারজিল ফন ডাইককে পেছনে ফেলে এখন ম্যাগুইর-ই ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ডিফেন্ডার।
২০১৭ সালে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফন ডাইক। ম্যাগুইর ম্যানইউর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে এটিই ছিল দলবদলের বাজারে একজন ডিফেন্ডারের সর্বোচ্চ ট্র্যান্সফার ফি।
দামে ফন ডাইককে পেছনে ফেললেও, রেড ডেভিলসদের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হতে পারেননি ম্যাগুইর। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন মিডফিল্ডার পল পগবা। ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত যা সর্বোচ্চ ট্র্যান্সফার ফির রেকর্ড ধরে রেখেছে।
এসএইচএস