ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে অতি ক্ষুদ্র লক্ষ্য সামনে পেয়েও ভারতের ব্যাটসম্যানদের রীতিমতো নাজেহাল করেই ছেড়েছেন ক্যারিবীয় বোলাররা।
শনিবার (৩ আগস্ট) ফ্লোরিডার লাউডারহিলে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কারণেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানেই আটকে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
দলীয় ৩৫ রানের মধ্যেই প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় চলে যায় কার্লোস ব্র্যাথওয়েটের দল। তবে কাইরন পোলার্ড একপ্রান্ত আগলে রেখে ৪৯ বলে ৪৯ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেললে বড় লজ্জার হাত থেকে তারা বেঁচে যায়।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ম্যাচ সেরা নবদ্বীপ সাইনি। ২টি উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার।
জবাবে ভারত মাত্র ৪ রানের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে বসে। সপ্তম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ভারতের দলীয় ৩২ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করা রোহিত শর্মা এবং রানের খাতা না খোলা ঋশভ পন্থের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সুনীল নারাইন।
ধীরগতির ব্যাটিং করে চতুর্থ উইকেটে বিরাট কোহলি এবং মানিশ পান্ডে ৩২ রান যোগ করার পর দ্রুতই এই ব্যাটসম্যানের বিদায়ে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। কোহলি এবং মানিশের পর ক্রুনাল পান্ডিয়া ব্যক্তিগত ১৯ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় জয় থেকে ভারত মাত্র ৬ রান দূরে ছিল। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে কষ্টার্জিত জয় তুলে নিয়ে তিন ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কর্টরেল, সুনীল নারাইন এবং কিমো পল ২টি করে উইকেট দখল করেন।
আরআইএস