নতুন মৌসুম শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে বার্সেলোনা। আজ (০৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন মৌসুম শুরু হবে বার্সার জন্য। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। হুয়ান গাম্পার ট্রফির শিরোপার লড়াইয়ে রাত ১২টায় মুখোমুখি হবে এ দু'দল।
লীগ শুরু হওয়ার আগে প্রতি বছর হুয়ার গাম্পার ট্রফি আয়োজন করে আসছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় এবার গানারদের বিপক্ষে শিরোপার জন্য লড়বে আর্নেস্তো ভালবার্দের শিষ্যরা। কোপা আমেরিকা শেষ করে ছুটি কাটিয়ে লিওনেল মেসি, ফিলিপে কৌতিনহোরা দলের সঙ্গে যোগ দিলেও এ ম্যাচের তাদের খেলতে দেখার সম্ভাবনা খুবই কম। এখন পর্যন্ত দলের সঙ্গে ট্রেনিং না করায় তাদের মাঠে নামার সম্ভাবনা নেই।
ম্যাচটিকে সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করে দিয়েছে বার্সা বস ভালবার্দের। যেখানে ঠাই পেয়েছে বার্সেলোনা বি দলের বেশ কয়েকজন ফুটবলার। তরুণ ও প্রতিভাবান মুসা ওয়েগ, রিকি পুইগরা খেলবেন আজ আর্সেনালের বিপক্ষে।
অন্যদিকে, গানারদের নতুন সাইনিং পেপের আজ অভিষেক হয়ে যেতে পারে আর্সেনালের হয়ে। গত বৃহস্পতিবার রেকর্ড ৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিলে থেকে পেপেকে কেনে আর্সেনাল।
এসএইচএস