অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেলেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রত্যাবর্তনের এক নতুন ইতিহাস গড়া স্টিভেন স্মিথ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ম্যাথু ওয়েডও সেঞ্চুরি তুলে নেয়ায় ইংল্যান্ডের জয়ের রাস্তাকে অনেকটাই অসম্ভব করে তুলেছে সফরকারীরা।
চতুর্থ দিনে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রান। বিনা উইকেটে ১৩ রানে দিন শেষ করা ইংলিশদের শেষ দিনে জিততে হলে করতে হবে আরও ৩৮৫ রান, হাতে আছে ১০ উইকেট।
রোববার (৪ আগস্ট) ৩ উইকেটে ১২৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ দাঁড়িয়ে যান ইংলিশ বোলারদের সামনে। স্মিথ আর ট্রভিস হেড মিলে গড়েন ১৩০ রানের জুটি।
১১৬ বলে ৫১ রান করে হেড আউট হলে স্মিথ এবং ওয়েড ১২৬ রান যোগ করে অজিদের চালকের আসনে বসিয়ে দেয়। স্মিথ তুলে নেন তার ২৫তম টেস্ট সেঞ্চুরি। দলীয় ৩৩১ রানের মাথায় ২০৭ বলে ১৪ চারের মারে ১৪২ রানের চমৎকার ইনিংস খেলার পর ক্রিস ওকসের বলে জনি ব্যারিস্টোর গ্লাভসে ধরা পড়ে মাঠ ছাড়েন।
স্মিথের পর সেঞ্চুরি তুলে নেন ওয়েডও। টিম পেইনকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ার পাশাপাশি ওয়েড ১৪৩ বলে ১৭ চারের মারে ১১০ রানের ইনিংস খেলেন। স্টোকসের বলে ওয়েড ক্রিজ ছাড়ার পরপরই টিম পেইন ৩৪ রান করে বিদায় নেন।
অষ্টম উইকেটে জেমস প্যাটিনসন এবং প্যাট কামিন্স ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে জয় থেকে দূরে ঠেলে দেন। স্কোরবোর্ডে ৪৮৭ রান ওঠার পর অস্ট্রেলিয়া তাদের ইনিংস ঘোষণা করে দেয়। প্যাটিনসন ৪৭ এবং কামিন্স ২৬ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে স্বস্তি নিয়ে ফেরেন।
ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকস ৩টি, মঈন আলী ২টি এবং স্টুয়ার্ড ব্রড ও ক্রিস ওকস একটি করে উইকেট পান।
দিনের শেষদিকে ৭ ওভার ব্যাট করে ইংল্যান্ড বিনা উইকেটে ১৩ রান করে। ররি বার্নস ৭ এবং জেসন রয় ৬ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করবে।
আরআইএস