সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান রানার্সআপ বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাফ ফুটবলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফে কর্মকর্তারা।
দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল ছাড়াও আছে ভুটান,পাকিস্তান ও মালদ্বীপ।
নেপালে ২০ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট। ২৯ সেপ্টেম্বর ফাইনাল। ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর লাল-সবুজ দলকে শেষ ম্যাচে খেলতে হবে ভারতের বিপক্ষে।
দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। বিজয়ী দুই দলের মধ্যে হবে শিরোপা লড়াই। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল খেলা হবে ২৯ সেপ্টেম্বর।
আরআইএস