বেটিসকে উড়িয়ে দিয়ে প্রথম জয় বার্সেলোনার 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০৯:৫২ এএম বেটিসকে উড়িয়ে দিয়ে প্রথম জয় বার্সেলোনার 
বার্সেলোনার জার্সি গায়ে জোড়া গোল করে সব আলো নিজের দিকে কেড়ে নেন আঁতোয়ান গ্রিজম্যান। ফটো : টুইটার

লিওনেল মেসি, লুইস সুয়ারেজের ও উসমান দেম্বেলে ইনজুরির কারণে খেলতে না পারলেও রিয়াল বেটিসকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে লা লিগায় পরাজয় দিয়ে যাত্রা আরম্ভ করা বার্সেলোনা ।

রোববার (২৫ আগস্ট) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে ধারার বিপরীতে ১৫ মিনিটের মাথায় লরেন মরনের পাসে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নাবিল ফেকির গোল করে বসলে বার্সেলোনা শুরুতেই পিছিয়ে পড়ে। 

গোল হজম করে বসা কাতালানরা একের পর এক আক্রমণ করে যাওয়ার পর ৪১ মিনিটের সময় সের্গি রবের্তোর বাড়ানো বল আদায় করে বল জালে জড়িয়ে দিয়ে বার্সাকে সমতায় ফেরান অনেক নাটকের পর ১২০ মিলিয়ন ইউরোতে নতুন দলে যোগ দেয়া আঁতোয়ান গ্রিজম্যান। 

ম্যাচের ৫০ মিনিটে সের্গি রবের্তোর পাস থেকে বল নিয়ে ২০ গজ দূর থেকে বাঁকানো শট নিয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গ্রিজম্যান আবারো গোল করলে লিড পেয়ে যায় ভালভার্দের শিষ্যরা। 

ছয় মিনিট পর নেলসন সেমেডোর পাসে বল আদায় করে বাঁ পায়ের প্লেসিং শটে বার্সার হয়ে ব্যবধান বাড়িয়ে দেন কার্লেস পেরেজ। ৬০ মিনিটে সার্জিও বুস্কেটসের পাসে বল নিয়ে বার্সেলোনার চার নম্বর গোলটি করেন জর্ডি আলবা। 

৭৭ মিনিটে গ্রিজম্যানের পাসে বল পেয়ে বুস্কেটসের বদলি হিসেবে মাতে নামা আর্তুরো ভিদাল ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করলে বার্সেলোনার বড় ব্যবধানে জেতা নিশ্চিত করে ফেলেন। দুই মিনিট পর ২৫ গজ দূর থেকে ডান পায়ের ক্ষিপ্র গতির শত নিয়ে লোরেন মরন বেটিসের হয়ে দারুণ এক গোল করে কেবল ব্যবধানই কমিয়েছেন।

লা লিগার আরেক ম্যাচে ভিতোলোর লক্ষ্যভেদে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলাভেস এবং স্পানিওলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

আরআইএস