সহকারী রেফারি ও লাইন্সম্যানের পরিবর্তে ভার্চুয়াল রোবট! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০১:২৫ পিএম সহকারী রেফারি ও লাইন্সম্যানের পরিবর্তে ভার্চুয়াল রোবট! 
ফুটবলে সহকারী রেফারি এবং লাইন্সম্যানের পরিবর্তে স্থান করে নিতে পারে ভার্চুয়াল রোবট। ফটো : বেটরাইট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে সহকারী রেফারি এবং লাইন্সম্যান বলে ভবিষ্যতে আর হয়তো কিছুই থাকবে না। তার পরিবর্তে স্থান করে নিতে যাচ্ছে ভার্চুয়াল রোবট।

খেলা চলাকালীন সময়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত দিতে ফিফা ভার্চুয়াল রোবট চালুর কথা বেশ জোরের সঙ্গেই ভাবছে। ফিফা নাকি ইতোমধ্যে এ বিষয়ে গবেষণার জন্য নতুন বিভাগ খুলেছে।  সূত্র : মিরর

যদিও খুব দ্রুতই যে সহকারী রেফারি এবং লাইন্সম্যানের জায়গা ভার্চুয়াল রোবট করে নেবে তা নয়, ফুটবল মাঠে এটির বাস্তবায়ন ঘটাতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। এমনটি ঘটে গেলে রেফারির হাতে অফসাইড ফ্ল্যাগ উঁচু করার দৃশ্য আর কখনোই দেখা যাবে না। 

ফিফার এমন চিন্তা-ভাবনার পর ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে, প্রযুক্তির অতিমাত্রায় উৎকর্ষতার ফলে নাকি ভবিষ্যতে মানুষ নয়, দুই দল রোবটের খেলাও মাঠে গড়াবে! মানুষের চেয়ে প্রযুক্তিনির্ভর ক্রীড়াঙ্গনের দিকেই এগিয়ে চলেছে বিশ্ব।  

আরআইএস 
 

আরও সংবাদ