আফগানদের ছোট করে দেখার কিছু নেই : মিরাজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০২:৩৮ পিএম আফগানদের ছোট করে দেখার কিছু নেই : মিরাজ
গণমাধ্যমকে সাক্ষাৎকারে দেয়ার সময় মেহেদী হাসান মিরাজ।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে আসন্ন একমাত্র টেস্টে বাংলাদেশকে ফেভারিটের তকমা দিলেও প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, আমি মনে করি আমরা অনেক এগিয়ে আছি। তারপরেও দিনশেষে, যারা ভালো করবে তারাই জিতবে। আফগানদের ছোট করে দেখার কিছু নেই। আমরা আমাদের স্কিল নিয়ে কাজ করছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিলে অবশ্যই ভালো ফল আসবে। 

ওয়ানডে এবং টি-টুয়েন্টি ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটের বোলিংকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, এখানে ধৈর্য নিয়ে বোলিং করতে হয়। যেখানে আফগানদের দুর্বলতা আছে। তবে তারা উন্নতি করেছে। কিন্তু ধৈর্য্যের জায়গায় তারা কতটুকু উন্নতি করেছে সেটা দেখা যাবে ম্যাচে।

গত শনিবার (২৪ আগস্ট) ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনী আঙ্গুলে আঘাত পেয়েছিলেন মিরাজ। স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা না পড়লেও ফিজিওর পরামর্শে তিনি এখন ৫ দিনের বিশ্রামে রয়েছেন। তাই রোববার মিরাজ জিম সেশন করলেও ফিল্ডিং আর ব্যাটিং অনুশীলন করেননি।  

আঙ্গুলে আঘাত পাওয়ার বিষয়ে জানতে চাওয়ার পর সাংবাদিকদের মিরাজ বলেন, হাতে যে ব্যাথা আছে সেটা বিশ্রাম নিলেই সেরে যাবে।

সূত্র : ডিবিসি নিউজ

আরআইএস 

আরও সংবাদ