নোভাক জকোভিচের মতো ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জয় পেলেন ফেবারিট রজার ফেদেরারও। ভারতের টেনিস তারকা সিমিত নাগালের কাছে প্রথম সেট অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও বাকি ৩ সেট জিতে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন বিশ্বের শীর্ষ তিন বাছাই ফেদেরার।
আজ (মঙ্গলবার) আর্থার এসে স্টেডিয়ামে প্রথম সেটে সবাইকে চমকে দেন নাগাল। ফেদেরারকে হারিয়ে দেন ৪-৬ গেমে। কিন্তু পরের সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান সুইস তারকা। নাগালকে দ্বিতীয় সেটে হারান ৬-১ গেমে।
তৃতীয় ও চতুর্থ সেট জিততেও বেশি বেগ পেতে হয়নি পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়নকে। ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেন ফেদেরার। এ জয়ে রেকর্ড ৬২বারের মতো মেজর কোনো টুর্নামেন্টের প্রথম পর্ব পার করলেন ফেদেরার।
এদিকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বসনিয়া অ্যান্ড হারজেগোবিনার নম্বর ওয়ান তারকা দামির জুমুর। ফ্রেঞ্চ কোয়ালিফায়ার এলিয়ট বেঞ্চেট্রিটকে ৪-৬, ৬-২, ৬-৩ এবং ৬-০ গেমে হারান জুমুর। দ্বিতীয় রাউন্ডে ফেদেরারের মুখোমুখি হবে তিনি।
এসএইচএস