লা লিগায় ফিরছেন নেইমার! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০১:২৭ পিএম লা লিগায় ফিরছেন নেইমার! 
তাহলে পিএসজি ছাড়ছেনই নেইমার? ছবি: টুইটার

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে নেইমারকে নিয়ে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোও একের পর এক মুখরোচক খবর ছাপছে ব্রাজিলিয়ান এ তারকাকে নিয়ে। সবশেষ পাওয়া তথ্য মতে, পিএসজি নেইমারকে ছাড়তে রাজি হয়েছে এবং তারা জানিয়েছে স্প্যানিশ যেকোনো দলের কাছেই নেইমারকে বিক্রি করতে ইচ্ছুক তারা। 

সূত্র অনুযায়ী, স্প্যানিশ দল দুটি হলো নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গতকাল (সোমবার) নেইমারকে কেনার ব্যাপারে বোর্ড মিটিং ডাকে বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তেম্যু। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টরদের সঙ্গে নিয়ে শেষবারের মতো নেইমারকে পাওয়ার জন্য বিড করার আলোচনা করেছেন বার্তেম্যু। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজি। তারা অবশ্য বেশ বড় একটি শর্ত একটি জুড়ে দিয়েছে রিয়ালকে। পিএসজি জানিয়েছে, টাকার পাশাপাশি ১৯ বছর বয়সী উদীয়মান তারকা ভিনিসিয়াসকেও চাই তাদের। 

নেইমারকে লা লিগায় ফেরানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করছেন লীগ সভাপতি হাবিয়ের তেবাসও। সম্প্রতি তিনি জানিয়েছেন, নেইমারকে স্প্যানিশ লীগে ফিরতে দেখলে বেশ খুশি হবে তিনি। তেবাস বলেন, নেইমারের ফেরা? হ্যাঁ অবশ্যই সে ফিরলে আমি অনেক খুশি হবো। তার গুন জানান দেয় সে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন। লা লিগার জন্য তার ফেরা খুবই গুরুত্বপূর্ণ। 

এদিকে দলবদলের বাজারে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আসা রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি পাকা। পিএসজিও রাজি হয়েছে নেইমারকে ফের বার্সার কাছে বিক্রি করতে। আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন শুধুই সময়ের ব্যাপার। 

এসএইচএস  

আরও সংবাদ