হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের নায়ক বেন স্টোকসকে নিয়ে দর্শক, ক্রিকেট বোদ্ধা, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যমের মাতামাতি এখনো কমছে না। তার মধ্যেই সাদা পোশাকের ক্রিকেটে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে স্টোকস সেরা অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে চলে এসেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসির প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ২১৯ বলে ১৩৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে হেডিংলি টেস্ট জয়ের নায়ক স্টোকস ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।
স্টোকসকে জায়গা ছেড়ে দেয়া বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব ৩৯৯ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন। গত সপ্তাহে এক নম্বরে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৪৩৩ রেটিং পয়েন্ট নিয়ে নিজের স্থান অক্ষত রেখেছেন।
ব্যাটিং র্যাংকিংয়েও স্টোকসের দারুণ উন্নতি হয়েছে। ১৩ ধাপ উপরে উঠে এখন তিনি ক্যারিয়ার সেরা ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ১৩তম স্থান দখল করে বসে আছেন। তবে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। হেডিংলি টেস্টে ইনজুরির কারণে খেলতে না পারা স্টিভেন স্মিথ ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে কোহলিকে স্পর্শ করার অপেক্ষায় রয়েছেন। ৮৭৮ রেটিং পয়েন্ট নিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, ৮৫৬ রেটিং পয়েন্ট নিয়ে চেতশ্বর পূজারা এবং ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে হেনরি নিকোলস যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারাত্নে হাফ সেঞ্চুরি করায় ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ উপরে উঠে ব্যাটিং র্যাংকিংর ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। সাতে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক জো রুট, তার রেটিং পয়েন্ট ৭২৬। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান টম লাথামের র্যাংকিংয়ে উন্নতি হওয়ায় আটে আছেন। অবনতি হওয়ায় নয়ে এবং দশে নেমে গেছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কক।
বোলিং র্যাংকিংতে ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে অজি পেসার প্যাট কামিন্স শীর্ষে আছেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন এবং ভেরনন ফিলান্ডার। কলম্বো টেস্টে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া কিউই পেসার ট্রেণ্ট বোল্ট পঞ্চম স্থানে উঠে এসেছেন।
ছয়ে নেইল ওয়াগনার আগের অবস্থান ধরে রাখলেও অ্যান্টিগা টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট দখলের পর ক্যারিয়ার সেরা ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চলে এসেছেন। তার থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছেন কেমার রোচ। নয়ে এবং দশে নেমে গেছেন মোহাম্মদ আব্বাস এবং রবীন্দ্র জাদেজা।
আরআইএস