এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে কাল এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী লিমিটেড।
বুধবার (২৮ এপ্রিল) উত্তর কোরিয়ার পিইয়ংয়ে স্থানীয় সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম লেগের ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারায় আবাহনী লিমিটেড। কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে খেলতে পারবেন মিশরের ডিফেন্ডার আলা নাসের। এদিকে দলের সাথে যোগ দিয়েছেন স্ট্রাইকার সানডে চিজোবাও।
ড্র করতে পারলেই দুই লেগের গোল ব্যবধান মিলিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌছে যাবে আকাশী নীলরা। অন্যদিকে, প্রথম ম্যাচ হারলেও ৩টি অ্যাওয়ে গোল নিয়ে সুবিধাজনক অবস্থানে উত্তর কোরিয়ার ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।
আবাহনীর কোচ মারিও লেমোসের সামনে এখন অপেক্ষা করছে আরও এক চ্যালেঞ্জ। ঘরের মাঠে শিষ্যরা প্রমাণ করেছেন নিজেদের, এবার অ্যাওয়ে ম্যাচে প্রয়োজন হার এড়ানো। দেশ ছাড়ার আগে তিনি জানিয়ে গিয়েছিলেন আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সও দেখুন, মানাং মার্শিয়াংদির বিপক্ষে কিন্তু আমরা প্রতিকূল আবহাওয়ায় নেপালে খেলে এসেছি। উত্তর কোরিয়ায় খেলাটাও আমাদের জন্য খুব একটা কঠিন হবে না।
আরআইএস