ইউএস ওপেন 

দ্বিতীয় রাউন্ডে সেরেনা-বার্টি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০৫:৫৭ পিএম দ্বিতীয় রাউন্ডে সেরেনা-বার্টি 

ইউএস ওপেনে নারী এককে প্রত্যাশিত জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস এবং অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।  

রাশিয়ান গ্লামার গার্ল মারিয়া শারাপোভাকে মাত্র ৫৯ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন দিয়েছেন সেরেনা উইলিয়ামস। 

নারী এককের দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। কাজাখস্তানের জারিনা দিয়াসকে তিনি ১-৬ গেমে প্রথম সেট হারলেও পরের দুই সেটে ৬-৩ ও ৬-২ গেমে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন।  

দ্বিতীয় রাউন্ডে কারোলিনা প্লিসকোভা জিজের জায়গা পাকা করলেও ২০১৬ সালে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন কেরবার প্রথম রাউন্ডে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে হেরে গেছেন ৭-৫, ০-৬, ৬-৪ গেমে। 

আরআইএস 

আরও সংবাদ