প্রায় ৭১ বছরের প্রাচীন আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন করা হচ্ছে। ভারতের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্ষমতাসীন বিজেপি সরকারের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামটির নামকরণ করা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) এক টুইটার বার্তায় এই খবর নিশ্চিত করেছে। আগামী ১২ সেপ্টেম্বর সরকারিভাবে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে।
নাম পরিবর্তনের অনুষ্ঠানটি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একইদিন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের উদ্বোধনও করা হবে।
ডিডিসিএ'র প্রেসিডেন্ট রজত শর্মা বলেন, অরুণ জেটলির সাহায্য ও সহযোগিতার জন্যই বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা ও ঋষভ পন্থের মতো ক্রিকেটার ভারতকে গর্বিত করেছে।
১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন অরুণ জেটলি। জেটলির সঙ্গে ডিডিসিএ'র সম্পর্ক ১৪ বছরের। স্টেডিয়ামটি আধুনিকীকরণের পেছনে ছিল জেটলির অবদান। তিনি প্রেসিডেন্ট থাকাকালে স্টেডিয়ামের আসন সংখ্যাও বাড়ানো হয়েছিল।
সূত্র : দ্য হ্যান্স ইন্ডিয়া
আরআইএস