দুই বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পাওয়ায় স্বস্তিতে অজিঙ্কা রাহানে। প্রথম টেস্ট শেষে ‘বিসিসিআই টিভি’-তে রোহিত শর্মাকে বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে রাহানে জানিয়েছেন, দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি না পাওয়ার জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তিনি কখনোই সমালোচকদের কথা গায়ে মাখতেন না।
প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা রোহিত এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে প্রশ্ন করেছিলেন, ‘অনেকে বলেছিল, তুমি সেরকম অর্থে পারফর্ম করতে পারছ না। তোমার এটা ঠিক হচ্ছে না তো ওটা ঠিক হচ্ছে না। তোমাকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। তা নিয়ে কি তুমি মাথা ঘামাও?’
জবাবে রাহানে বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি, সমালোচনায় প্রভাবিত না হতে। আমি তো এই সব সমালোচনা নিয়ন্ত্রণ করতে পারব না। তাই ভেবে লাভ কী! সেঞ্চুরি করলে তো সবাই খুশিই হয়। আমিও তার ব্যতিক্রম নই।’
বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি রাহানে। যা নিয়ে আক্ষেপ ছিল তার। কিন্তু নিজেকে তিনি ডুবিয়ে রেখেছিলেন কাউন্টি ক্রিকেটে। যার সুফল এখন পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮১ এবং ১০২ রানের ইনিংস খেলে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান নিজের দুটি ইনিংস নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে আরও বলেছেন, ‘প্রথম টেস্টের ইনিংস দুটি আমাকে তৃপ্তি দিয়েছে। মাটি কামড়ে লড়াই করতে হয়েছিল। সেঞ্চুরি পাওয়ার আগে আমার লক্ষ্য ছিল দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়া। ভাগ্য ভালো, দুটি লক্ষ্যই পূরণ হয়েছে।’
এসএইচএস