ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। আজ (বুধবার) নিউইয়র্কে জন মিলম্যানকে সহজেই হারান নাদাল। আসরের দ্বিতীয় বাছাই ম্যাচ জেতেন সরাসরি সেটে।
আর্থার অ্যাসে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মিলম্যানের উপর আধিপত্য বিস্তার করে খেলেন নাদাল। প্রথম সেট ৩-৬ গেমে জেতার পর বাকি দুই সেট নাদাল জেতেন ২-৬, ২-৬ গেমে।
স্প্যানিশ এ টেনিস তারকার মতো সহজ জয় না পেলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গাইল মনফিলস। স্পেনের অ্যালবার্ট রামোস ভানোলাসকে ৭ (৭)-৬ (২), ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মনফিলস।
এদিকে মেয়েদের এককে সিমোনা হালেপ জয় পেলেও আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। হালেপ ৬-৩, ৩-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন নিকোল গিবসকে। অন্যদিকে, আরায়না সাবালেঙ্কার কাছে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন আজারেঙ্কা।
এসএইচএস