নতুন ইতিহাস রচিত করা হলো না ঢাকা আবাহনীর। এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনালের দ্বিতীয় লেগে এপ্রিল টুয়েন্টি ফাইভ এসসির কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে হেরে ফাইনাল খেলার স্বপ্ন বিসর্জন দিলো ঢাকার ক্লাবটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে উত্তর কোরিয়ার ক্লাব টুয়েন্টি ফাইভ এসসির হয়ে গোল দুটো একাই করেন কিম ইয়ু-সং।
আজ (বুধবার) পিয়ংইয়ংয়ের কিম দুই সুং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় এপ্রিল টুয়েন্টি ফাইভ। বদলি হিসেবে নেমেই স্বাগতিকদের হয়ে গোল করেন কিম।
আবাহনী সেই গোল পরিশোধ করতে তো পারেইনি উল্টো মামুন মিয়াঁ দেখেন লাল কার্ড। ফলে ১০ জনের দলে পরিণত হয় ঢাকা আবাহনী। এবারের এএফসি কাপে এখনো পর্যন্ত ঘরের মাঠে কোনো হজম না করা এপ্রিল টুয়েন্টি ফাইভ এ ম্যাচেও নিজেদের জাল অক্ষুণ্ণ রাখে।
একজন কম নিয়ে খেলা আবাহনী ম্যাচে দ্বিতীয় ধাক্কা খায় ৮৩ মিনিটে। কিম ম্যাচে দ্বিতীয়বারের মতো গোল করে আকাশী-হলুদদের ম্যাচ থেকে ছিটকে দেন। আবাহনীকে হারানোয় ফাইনালে টুয়েন্টি ফাইভ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হানোই এফসিকে। ভিয়েতনামের এ ক্লাবটি সেমিতে হারায় আল্টিন আস্যিরকে ।
এসএইচএস