তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন জকোভিচ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ১২:৩২ পিএম তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন জকোভিচ 
নোভাক জকোভিচ- ছবি: এটিপি

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। নিউইয়র্কের আর্থার অ্যাসে স্টেডিয়ামে আর্জেন্টাইন হুয়ান ইগনাসিও লনদেরোকে সরাসরি সেটে হারিয়ে জয় তুলে নেন জকোভিচ। 

আজ (বৃহস্পতিবার) সার্বিয়ান তারকা জকোভিচ ৬-৪ গেমে প্রথম সেট জিতে নিলেও, দ্বিতীয় সেটে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েন। টাইব্রেকে গড়ানো সেটটি যদিও তিনি জিতে নেন ৭ (৭)-৬ (৩) গেমে। তবে তৃতীয় সেটে ইগনাসিওকে এককথায় উড়িয়ে দেন জকো। হারান ৬-১ গেমে। 

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জার্মান ডমিনিক কোয়েপফারও। যুক্তরাষ্ট্রের রেইলি ওপেলকাকে সরাসরি ৪-৬, ৪-৬, ৬ (২)-৭ (৭) গেমে হারান কোয়েপফার। এদিকে বর্না করিচ রিটায়ার নেয়ায় কোর্টে না নেমেই তৃতীয় রাউন্ডে উঠে গেছেন গ্রিগর দিমিতরভ। 

এসএইচএস      

আরও সংবাদ