নেইমারের বার্সেলোনায় যাওয়া চূড়ান্ত! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৩:২৪ পিএম নেইমারের বার্সেলোনায় যাওয়া চূড়ান্ত! 
আগে জানা গিয়েছিল, পিএসজি নেইমারকে ছাড়তে রাজি হয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে নেইমারকে নিয়ে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোও একের পর এক মুখরোচক খবর ছাপছে ব্রাজিলিয়ান এ তারকাকে নিয়ে। সবশেষ পাওয়া তথ্যমতে, নেইমারের বার্সেলোনা গন্তব্য প্রায় চূড়ান্ত নিশ্চিত করেছেন বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর জর্ডি বরদা।

প্যারিস থেকে ফিরে পিএসজির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বার্সার এই কর্তা। নেইমারের দলবদলে দুই দল সম্মত হলেও ট্রান্সফার ফি নিয়ে এখনো দর কষাকষি চলছে।

আগে জানা গিয়েছিল, পিএসজি নেইমারকে ছাড়তে রাজি হয়েছে এবং তারা জানিয়েছে স্প্যানিশ যেকোনো দলের কাছেই নেইমারকে বিক্রি করতে ইচ্ছুক তারা। সূত্র অনুযায়ী, স্প্যানিশ দল দুটি হলো নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, বার্সেলোনা ছাড়া অন্য কোথাও যেতে চান না নেইমার।

প্রাথমিক খবর অনুযায়ী, নেলসন সেমেদো ও উসমান দেম্বেলের সঙ্গে একশো মিলিয়ন ইউরো দিতে চায় বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে দলবদলের বাজার উত্তপ্ত এই নেইমারের ট্রান্সফার ইস্যুকে কেন্দ্র করে। 

দলবদলের বাজারে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আসা রবার্তো মার্টিনেজ আগেই জানিয়েছিলেন, নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি পাকা। পিএসজিও রাজি হয়েছে নেইমারকে ফের বার্সার কাছে বিক্রি করতে। আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন শুধুই সময়ের ব্যাপার। 

নেইমারকে লা লিগায় ফেরানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করছেন লীগ সভাপতি হাবিয়ের তেবাসও। সম্প্রতি তিনি জানিয়েছেন, নেইমারকে স্প্যানিশ লীগে ফিরতে দেখলে বেশ খুশি হবে তিনি। তেবাস বলেন, নেইমারের ফেরা? হ্যাঁ অবশ্যই সে ফিরলে আমি অনেক খুশি হবো। তার গুন জানান দেয় সে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন। লা লিগার জন্য তার ফেরা খুবই গুরুত্বপূর্ণ। 

আরআইএস 

আরও সংবাদ