ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে নিয়ে গণমাধ্যমগুলোও একের পর এক মুখরোচক খবরে যেন কখনোই কমতি থাকে না। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে ইনজুরি, দলবদল, ধর্ষণের অভিযোগ এমন কতকিছুই না তাকে নিয়ে পত্রিকায় লেখালেখি লেগেই রয়েছে।
তবে ফুটবলার নেইমারের আরেক পরিচয় জানার পর সবারই গা শিউরে উঠবে। জানা গেছে, তিনি নাকি একজন অপরাধী চক্রের নতুন সদস্য। যে চক্রের সঙ্গে তিনি জড়িত, তারা নাকি ব্যাংক অব স্পেনও লুট করে ফেলেছে!
এবার বিস্তারিত ঘটনায় আসা যাক। মোটেও বাস্তবে নয়, জনপ্রিয় স্প্যানিশ নেটফ্লিক্স সিরিজ ‘লা কেসা দে পাপেল’ কিংবা ‘মানি হেইস্ট’ এ জন নামের এক ‘সন্ন্যাসী’ চরিত্রে অভিনয় করছেন ব্রাজিলিয়ান ফুটবলার। সেখানে দেখা যায়, জন অপরাধী চক্রের সঙ্গে জড়িত। এ সিরিজে তার সঙ্গে থাকছেন পিএসজি সতীর্থ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও।
ইতোমধ্যে নেইমারের দুটি ডায়ালগ প্রকাশ্যে এসেছে। এক দৃশ্যে সিরিজের অন্যতম প্রধান চরিত্রকে তিনি বলছেন, ফুটবল বা পার্টি কোনোটাই আমি পছন্দ করি না। আরেক দৃশ্যে হালের ক্রেজ বলছেন, বিশ্বকাপে আমি সবসময় দলের জন্য প্রার্থনা করেছি।
অপরাধবিষয়ক জনপ্রিয় সিরিজটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। নতুন সিজনটি রিলিজ হওয়ার পর প্রথম সপ্তাহে ৩৪ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন।
গত মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে সিরিজের একটি ভিডিও পোস্ট করেন নেইমার। তিনি লেখেন, প্রিয় সিরিজের অংশ হতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। জোয়াওকে এবার সবার সঙ্গে ভাগ করে নিতে পারবো।
গত বছরের নভেম্বরে ‘লা কেসা দে পাপেল’ এর তৃতীয় সিজনের ৬ ও ৮ নম্বর পর্বে ‘জন’ চরিত্রে অভিনয় করেন নেইমার। যদিও উপস্থিতি স্বল্প সময়ের। ষষ্ঠ পর্বে ৩ মিনিট ৪৩ সেকেন্ড এবং অষ্টম পর্বে ১ মিনিট ৫৯ সেকেন্ড অভিনয় করেন তিনি।
তবে চলতি বছরের জুলাইয়ে নেটফ্লিক্সে এটি রিলিজ হওয়ার পরেও নেইমারের অভিনীত দৃশ্য দেখানো হয়নি। কারণ ওই সময় তার বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছিল। প্রমাণের অভাবে কিছুদিন আগে তাকে আদালত ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করে। এরপর তার ফুটেজ যুক্ত করে সিরিজ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।
রূপালী পর্দায় নেইমারের উপস্থিতি এটাই প্রথম নয়। ২০১৭ সালে বিশ্ব কাঁপানো হলিউড অভিনেতা, পরিচালক ভিন ডিজেলের ট্রিপল এক্স: রিঅ্যাক্টিভেট সিনেমায় তিনি অভিনয় করেছিলেন।
সূত্র : যমুনা টিভি
আরআইএস