সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায় 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৬:৪৩ পিএম সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায় 
মাঠের খেলায় ভারতের কিশোরদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশের কিশোররা। ফটো : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে হিমাংশু জংরয়ের হ্যাটট্রিকে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ভারত। এই হারের মধ্যদিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে সাফের মিশন শেষ করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভারতের কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে করা ফ্রি কিকে হেডে প্রথম গোলটি করেন জংর। 

বিরতির পর ৭৪ মিনিটের মাথায় আরেকটি ফ্রি কিক থেকে হেড করে ব্যবধান জংর ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৭৯ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে গোলরক্ষকের ভুলের সুবাদে হেডে আবারো গোল করে জংর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। 

ম্যাচের ৮৯ মিনিটে দারুণ এক ফ্রি কিক হাত দিয়ে পাঞ্চ করে বের করে দিতে চেয়েছিলেন বাংলাদেশি গোলরক্ষক। তবে তা বারে লেগে আবার ফিরে আসলে ওই মুহূর্তে বাংলাদেশের কোনো ডিফেন্ডার তৎপর না থাকায় শুভ পাল গোল করে বসলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

বাংলাদেশ টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটি হারলো। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ভুটানের বিরুদ্ধে ৫-২ ও শ্রীলংকার বিরুদ্ধে ৭-১ গোলে। তৃতীয় ম্যাচে নেপালের কাছে হারে ৪-১ গোলে।

এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপাল। ফলে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচে শুধু জিতলেই চলত না। সমীকরণ মেনে বেশ অনেকগুলো গোলও করতে হতো বাংলাদেশকে। কিন্তু উল্টো এক হালি গোল খেয়ে তারা ফাইনালে ওঠার স্বপ্নকে বিসর্জন দিয়ে আসে।

আরআইএস 
 

আরও সংবাদ