মেসি-রোনালদো নয়, উয়েফার বর্ষসেরা ফন ডাইক 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ১০:৪৫ এএম মেসি-রোনালদো নয়, উয়েফার বর্ষসেরা ফন ডাইক 
উয়েফা বর্ষসেরা ফুটবলার এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার হাতে ভার্জিল ফন ডাইক। ফটো : টুইটার

বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরস্কার জিতেছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফ্রান্সের মোনাকোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠান এবং বর্ষসেরা ফুটবলার পুরস্কারের ঝমকালো অনুষ্ঠানে ভার্জিল ফন ডাইক এ পুরস্কার জিতে নেন। ১৩ বছর পর একজন ডিফেন্ডার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি।

ভার্জিল ফন ডাইক লিভারপুলকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লীগ। কিছুদিন আগে তিনি লিভারপুলের হয়ে চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতেছেন। রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারা নেদারল্যান্ডসকে ইউয়েফা নেশন্স লীগের ফাইনালে ওঠানোর পেছনে অধিনায়ক ফন ডাইকের ব্যাপক ভূমিকা ছিল। যে কারণে লা লিগা জয়ী লিওনেল মেসি কিংবা উয়েফা নেশন্স লিগজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে অন্য কারও বর্ষসেরা হওয়া মূলত এ জন্যই সম্ভব হয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়া ফন ডাইকের গত মৌসুমটা এককথায় দারুণ কেটেছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই সময়ে ৫৯টি ম্যাচ খেলেছেন তিনি। 

ইংলিশ প্রিমিয়ার লীগের গত আসরে সবচেয়ে কম ২২ গোল হজম করে লিভারপুল। এমন জমাট রক্ষণভাগের মূল কারিগরছিলেন ফন ডাইক। আক্রমণভাগেও তার ভূমিকা ছিল; ক্লাব ও জাতীয় দলের হয়ে এ সময়ে ৯টি গোল করার পাশাপাশি চারটিতে তিনি অবদান রাখেন।

উয়েফা ফন ডাইককে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করার পাশাপাশি লিওনেল মেসিকে দ্বিতীয় এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে তৃতীয় স্থান দিয়েছে। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার চতুর্থ স্থানটি অর্জন করেন।

উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে উয়েফা বর্ষসেরা ফুটবলারকে নির্বাচন করা হয়।

গত বছরের ৩১ জুলাই থেকে পরবর্তী এক বছরে ইউরোপে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে দেয়া হয়েছে সম্মানজনক এই পুরস্কার। চ্যাম্পিয়নস লীগ ও ইউরোপা লীগের মোট ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিক ভোট দিয়ে নির্বাচিত করেছেন উয়েফা সেরাদের। তারা যাকে প্রথম ভেবেছেন, তিনি পেয়েছেন ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৩ ও শেষজন পান ১ পয়েন্ট। এভাবে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন ফন ডাইক।

এছাড়া, ইউরোপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন লিভারপুলের অ্যালিসন বেকার। সেরা ডিফেন্ডার অবধারিতভাবেই ভার্জিল ফন ডাইক। সেরা মিডফিল্ডার হয়েছেন আয়াক্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বার্সেলোনায় আসা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিই হয়েছেন সেরা ফরোয়ার্ড। মেয়েদের ফুটবলে সেরা খেলোয়াড় হয়েছেন লিঁওর ইংলিশ ফুলব্যাক লুসি ব্রোঞ্জ।

আরআইএস 
 

আরও সংবাদ