কিংসটনে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ শুরুর আগে টিভিতে সরাসরি সম্প্রচারিত প্রি-ম্যাচ শো চলাকালীন সময়ে মাঠের ভেতর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস।
শুক্রবার (৩০ আগস্ট) প্রি-ম্যাচ শো চলাকালীন সময়ে ভিভ রিচার্ডস অসুস্থ হয়ে পড়লে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার আনা হয়। যদিও খানিক পর কিছুটা ভালো বোধ করায় তিনি উঠে দাঁড়ান এবং দুইজনের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়েন।
পরবর্তীতে ক্যারিবীয় কিংবদন্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৭ বছর বয়সী ভিভ অতিরিক্ত গরমের কারণে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আপাতত ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
আরআইএস