ইনজুরিতে অনিশ্চিত লিটন

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ১১:২৫ এএম ইনজুরিতে অনিশ্চিত লিটন
প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পান লিটন দাস। ফটো : যমুনা টিভি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ইনজুরিতে পড়েছেন। 

শুক্রবার (৩০ আগস্ট) নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে লিটন পিঠে চোট পান। ইনজুরি গুরুতর মনে হওয়ায় পরদিন শনিবার তার পিঠে স্ক্যান করা হয়। আজ রোববার বিকালে অথবা আগামীকাল সোমবার সকালের মধ্যেই স্ক্যান রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি। 

যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সামনেই আমাদের খেলা। তাই সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের হাতে সময় নেই। এই জন্য আমরা তার স্ক্যান করিয়েছি। আজকে বিকাল কিংবা আগামীকাল সকালেই আমরা লিটনের ইনজুরির ব্যাপারটা বুঝতে পারবো। 

শুধু লিটন দাসই নন, বর্তমানে ইনজুরিতে আছেন আরও তিন ক্রিকেটার। টেস্ট স্কোয়াডের বাইরে থাকা মুস্তাফিজ, সাইফউদ্দিনের সঙ্গে টেস্ট দলের অন্যতম ভরসার প্রতীক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ইনজুরিতে আছেন। আঙ্গুলের চোট সারলেও এখনও তিনি বোলিং ও ব্যাটিং করার অনুমতি পাননি। চট্রগ্রাম টেস্টে তার মাঠে নামা নিয়েও আছে শঙ্কা।  

মিরাজের ইনজুরির বর্তমান অবস্থা প্রসঙ্গে দেবাশিষ চৌধুরী বলেন, মাঠের খেলায় শুধু বোলিং না আমাদের ফিল্ডিংয়েরও একটা বড় ভূমিকা রয়েছে। ব্যাটিংয়ের তো অবশ্যই রয়েছে। আমরা প্রাথমিকভাবে ওকে (মিরাজ) সফট বল দিয়ে ক্যাচিং ও বোলিং করাচ্ছি। এখনও আমাদের হাতে কিছু সময় আছে। এখনই তার খেলা নিয়ে প্রেডিকশন করা একটু কঠিন, তবে অগ্রগতি সন্তোষজনক।

এমএইচবি/আরআইএস