ওসাসুনার সঙ্গেও পেরে উঠলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের সঙ্গে ২-২ গোলে ড্র করে আরও একবার পয়েন্ট হারিয়েছে কাতালান ক্লাবটি।
শনিবার (৩১ আগস্ট) এল সাদরে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটের মাথায় রবার্তো তোরেসের গোলে এগিয়ে যায় ওসাসুনা। এই গোলের লিড স্বাগতিকরা প্রথমার্ধের শেষ পর্যন্ত ধরে রাখে।
বিরতির আগে প্রতিপক্ষের গোলপোষ্ট উদ্দেশ্য করে একটিও শট নিতে পারেনি বার্সেলোনার খেলোয়াড়রা। যে কারণে ৪৫ মিনিটে রক্ষণভাগের নেলসন সেমেদোকে উঠিয়ে ১৬ বছর বয়সী আনসু ফাতিকে মাঠে নামান বার্সা কোচ ভালভার্দে।
কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় ব্যয় করেননি আগের ম্যাচেই অভিষিক্ত এই ফুটবলারও। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় পেরেজের বাড়িয়ে দেয়া বল থেকে হেডে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি করেন ফাতি। আর এতেই লা লিগার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ও বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্ব দেখান তিনি।
ফাতির গোলের ১৩ মিনিট পরই আগের গোলের যোগানদাতা পেরেজের কাছ থেকে পাওয়া বলে গোল করেন আর্থার, যাতে লিড পেয়ে যায় বার্সা। তবে শেষ পর্যন্ত আর জয় নিয়ে ফিরতে পারেনি কাতালান ক্লাবটি। ৮১ মিনিটে নিজেদের ডি বক্সে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের হ্যান্ডবলের কারণে পেয়ে যাওয়া পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করতে ভুল করেননি রবার্তো তোরেস। আর এতেই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।
এই ড্রয়ের পর ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা।
এমএইচবি/আরআইএস