কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় দিনটা ছিল কেবলই ভারতের। দিনের শুরুটা টিম ইন্ডিয়ার হয়েছিল হনুমা বিহারীর ব্যাটিং দিয়ে, শেষটা জাসপ্রীত বুমরাহর বোলিংয়ে।
দ্বিতীয় দিনশেষে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা স্বাগতিকরা প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো পিছিয়ে আছে ৩২৯ রানে।
শনিবার (৩১ আগস্ট) প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিনের খেলা শুরু করে। দ্বিতীয় দিনের শুরুতেই আর কোনো রান না যোগ করে হোল্ডারের বলে ২৭ রান করা পন্থ ফিরে গেলেও আরেক ব্যাটসম্যান হনুমা বিহারী আরেক প্রান্ত আগলে রেখে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।
ইশান্ত শর্মার যোগ্য সঙ্গ পেয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নেন বিহারী। ১১১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে হোল্ডারের বলে রোচের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বিহারীর সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান করে ভারত।
জবাব দিতে নেমে ভারতীয় পেসার বুমরাহর বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই করতে পারেননি বলার মতো কোনো স্কোর।
৯.১ ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে বুমরাহ পেয়েছেন ৬ উইকেট। একটি উইকেট পান মোহাম্মদ শামি।
এমএইচবি/আরআইএস