২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশের বাছাইপর্বের অভিজ্ঞতা ছিল একেবারেই বাজে। ৮ ম্যাচে হজম করতে হয়েছিল ৩২ গোল।
তবে আগের সেই বাংলাদেশ এখন আর নেই। কোচ জেমি ডের অধীনে এখন খেলার আগেই হেরে যায় না বাংলাদেশ। এবার ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ।
তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস একেবারেই সুখকর নয়। তাদের বিপক্ষে খেলা শেষ চার ম্যাচের কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সাফে আফগানদের কাছে ৪-০ গোলের হারার স্মৃতিও এখনও স্মৃতিতে দগদগে।
কিন্তু কোচ জেমি ডে এসব নিয়ে ভাবতে রাজি নন। আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট পেতেই মাঠে নামবে বাংলাদেশ দল। এমনটাই জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট নিয়ে ফেরাটাই হবে মূল লক্ষ্য। জয় বা ড্র ভিন্ন কিছুই ভাবছি না। শুরুর ম্যাচটা ভালো করতে পারলে দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে কয়েকগুণ।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াও জানালেন আগের বারের সাথে এবারের দলের পার্থক্যের কথা। তিনি বলেন, আগের বারের সাথে এবারের বাছাইপর্বের পার্থক্য আছে। কারণ এখনকার দলটা ১৫ মাস ধরে একসাথে আছে। এবং আমরা অনেকদিন ধরেই ভালো খেলছি।
এমএইচবি/আরআইএস